যত পথ ঘুরি আমি, ততো ভুলে যাই।
কবেকার শিলে, কার লিখেছি কী নাম।
পথিকের পথ ভরে কাঁটা ছিল তাই,
প্রণয়ীনি প্রীতে বুঝি, ঘটেছে বিরাম।
উৎকন্ঠিত যত অন্তর পীড়া, প্রত্যয়
হারা হয়ে, খুঁজেছিল মাইলফলক।
সংরক্ষিত প্রতিশ্রুতি, তবুও ব্যত্যয়।
শেষ বেলা বেলি ঝরে, ফুটেছে নোলক!
বিশ কি বা পঁচিশ, না জানি কত বছর
গেলো চলে। কত দিন জমে আছে ঋণ!
কত রাত ঘুমের ব্যাঘাত! কত না শহর
ঘুরে বুঝি; নীরবতা টুকু, সমীচীন!
ব্যর্থতা টুকু নিখাদ; সমাধি-সঙ্গিনী।
ছায়াপথে শুনি, তাঁর অষ্ট-পদধ্বনি!