ফাগুন হাওয়া ফাগুনবনে যেন আবেগময়
পাতাঝরা দিন শেষে সজীবতায় রঞ্জিত,
আবেগ যে ভালোবাসার চিরন্তন সজীবতা
আবেগহীন ভালোবাসা নিষ্প্রাণ চিরমৃত!


আবেগময় নদী বয়ে চলে শতশত মাইল
বন্ধুরপথ পাড়ি দিয়ে অবশেষে মিশে সাগরে,
বরষা ঝরে ঝরে অঝোরে মুষলধারে শ্রাবণে-
প্রেমে হাবুডুবু বরষা জড়ায় যে কাদামাটিতে!


প্রকৃতির মাঝে আবেগের কত যে লুটোপুটি
বরষা আবেগময় শ্রাবণে, নদী যে সাগরে!
তুমি আমি মানব-মানবী কেমনে আবেগ ছাড়ি
ভালোবাসার প্রাণ যে আবেগ যেন পরশমণি!


এ ভূবনে ভালোবাসার চিরন্তন প্রাণ যে আবেগ
মানবজাতির প্রাণ যেমন নিঃশ্বাসে অক্সিজেন,
ভালোবাসায় আবেগ আছে বলেই-
জীবনানন্দ খোঁজেছিলেন নাটোরের বনলতা সেন!


রচনাকাল : ১৫ এপ্রিল, ২০২১ খ্রিঃ

স্থান: বিসিক, ফতুল্লা,  নারায়ণগঞ্জ