তুমি
নিয়ে এসো
বসন্ত, হে স্বপ্নচারিনী;
তোমার আহ্বানে হৃদয়ের পৃথিবীতে
জাগবে দিকে দিকে বসন্তের জাগরণ,
বসন্তের জাগরণে দু’জনার হৃদয় হোক সমার্পন।


তোমার
ছোঁয়ায় সযতনে
নব বসন্তের জাগরণে,
হৃদয় আঙিনায় ফুটবে ফুল
কোন এক শুক্লপক্ষের মাহেন্দ্রক্ষণে;
তুমি আমি রবো বসন্তের নিসর্গের ধূপছায়াতলে।


বসন্ত
রঙিন দিনে-
এলোমেলো দখিনা সমীরণে,
পুষ্প সৌরভে মাতায় বিশ্বধরণী;
তোমার আহ্বানে হৃদয়ে জেগেছে বসন্ত
বসন্ত দূতের প্রেমময় সুরে তোমাতে আবিষ্ট।


গোধূলিতে
বিমোহিত রূপে
বসন্ত সাজে নবযৌবনা,
সবুজ পল্লবে, রঙিন পুষ্পে-পুষ্পে;
তুমিও যেন বসন্তের মতো অপরূপা,
তোমারই হাত ধরে হোক আমাদের জয়যাত্রা।


রচনাকাল ঃ ৩০ শে জুলাই, ২০১৯ খ্রিঃ