তুমি হয়তো জানো না!
তুমি আমার অনুভবে যেন সবসময় থাকো
আমার চারপাশ জুড়ে,
হৃদয়ের অজন্তা গুহায় যেন তোমার চিত্রপট;
এ যেন শত সহস্র বছরের পরও চির নতুন,
চির অম্লান, সযতনে হৃদয়ের ভিতর।


তোমার করতল যেন লালচে আভায় কোমল শতদল,
মন চায় ছুঁয়ে যেতে অনুভবে ক্ষণে ক্ষণে বার বার;
মেঘবরণ অলকরাশি যেন সূদূর আকাশে মৃদু বাতাসে
উড়ে বেড়ায়, অলকরাশির রঙ যেন মেঘের আঁধিয়ার,
সুউচ্চ দীর্ঘ নাসিকা তোমারে করেছে সুরূপা-
মন চায় ছুঁয়ে যেতে অনুভবে ক্ষণে ক্ষণে বার বার।


রচনাকাল : ৮ই সেপ্টেম্বর, ২০১৯ খ্রি: