পৃথিবীটা নেই আর সেই পৃথিবীটা নেই
মিথ্যেবাদী আর বেঈমানে পরিপূর্ণ সেই,
সকালে একরূপ, বিকালে সেতো আরেক
পৃথিবীর রঙ্গমঞ্চে সেতো বিচিত্র অনেক।


স্বপ্নগুলো সাজিয়ে ছিলেম মনের সপ্তবর্ণায়
ফাগুনের আল্পনায় সেতো মনের আঙিনায়,
হৃদয়ের নগরীতে দিয়েছিলেম যারে বসতি-
সেতো অবশেষে দিলো অনুভূতির সমাধি।


তার প্রেমে অনুরাগে আমি ছিলেম বিবাগী
সেতো ছিল আমার হৃদয়ের স্বপ্নচারিনী,
আজ একই শহরে তার আর আমার বসতি
তবু আজ দু’জনার মাঝে বহু দূরত্ব অতি।


তার প্রেমে অনুরাগে শত মান-অপমানে
হয়েছিলেম বেহায়া বার বার ক্ষণে ক্ষণে,
তার দেয়া শত অপমান সয়েছি নিরবে
তবু শতবার বুঝিয়েছি সেতো সাড়া দেয়নি;
হৃদয়ের নগরীতে দিয়েছিলেম যারে বসতি-
সেতো অবশেষে দিলো অনুভূতির সমাধি।


রচনাকাল : ৩১ ডিসেম্বর, ২০২০