দুঃখময় পৃথিবীতে ক্ষণিকের আনন্দ
চলো দু'হাতে গলা টিপে সুখ করি জব্ধ,
আঁধারের মহাসমুদ্রে সুখ যে হারায়-
পশ্চিমাকাশে আঁধারে যেমন সূর্য মিলায়!


দিনের আলো নিভে গিয়ে আঁধার আসে
আনন্দ চলে গিয়ে দুঃখ বেদনা আসে,
এই তো পৃথিবীর চিরায়িত নিয়ম নীতি
তবু আঁধার গৃহে জ্বালাতে চাই যে বাতি।


জীবননদীর সৈকতে কিসের আয়োজন
মিছে এ মায়াবী খেলায় যেন আত্মহনন,
তবু আশা নিয়ে বাঁচি, আঁধার দূরে ঠেলে
একদিন জ্বালাবো সুখের প্রদীপ বাতি।


রচনাকাল : ০৮, নভেম্বর, ২০২০
#মতিঝিল, ঢাকা-১০০০