যেখানে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত মানুষের জীবন
আর প্রতিদিনের আয়-রোজগারে হয় ক্ষুধা নিবারণ;
এমন একটি অজো পাড়াগাঁয়ের সমাজে জন্মেছি আমি-
যা-ছিল অনুন্নত জীবনধারার একচ্ছত্র বিচরণ।


ছেলেবেলা কাটিয়েছি কত যে বিচিত্র দুঃখের স্রোতে
মনের ইচ্ছেগুলো হয়নি কখনো পূরণ, হয়েছে কিছুটা
আংশিকে-দারিদ্রতার কষাঘাতে; তাই, মনকে বুঝাতাম
আমাদের নেই তো এতো টাকা পয়সে!
আমরা গরীব মানুষ- করি কেন এতো আশা মিছে!


আজো আছি এই পৃথিবীর চিরায়িত জীবন সংগ্রামে
যেখানে খুঁজে বেড়াই জীবনে একটু ভাল থাকার মানে,
তাই এজীবন চলেছে ছুটে রাতে ও দিনে দুঃখ-সুখে
কর্মজীবনের ব্যস্ততার ভেলায় ভেসে-
চিরবাস্তবতার মাঝে।


রচনাকাল ঃ ১৪ আগস্ট, ২০১৮