শ্রাবণের দিন, আকাশ মেঘলা
             বৃষ্টির খেলা যেন সারাবেলা;
বাদলধারায় ভিজে চারপাশ
            ভিজেছে যেন মোর হৃদয়াকাশ।


বৃষ্টিস্নাত মাটির গন্ধ মেখে
           বাদলধারার ছন্দে ছন্দে,
যেন নববধূ হলদে কদম
          ভেজা শাড়ীতে বাতাসে নৃত্যে।


এই শ্রাবণধারার বৃষ্টিতে
               হলদে কদমের খুনসুটিতে,
মন কেড়েছে তারে দেখে
               পড়েছি তার গভীর প্রেমে।


মন চায় বলি তারে-
           হে প্রিয়তমা হলদে কদম;
আমি পড়েছি তব প্রেমে
     করেছি অবগাহন তব প্রেম নদীতে।


রচনাকাল : ২৭ জুন, ২০২০ খ্রিঃ