একদিন বসন্তের দ্বিপ্রহরে-
বসন্তের শোভিত নিসর্গের অতি নিকটে
এসে দাঁড়িয়ে ছিলাম আমি
নীরবে নিঃশব্দে একাকী।


সেদিন দেখেছি আমি
বসন্তের নিসর্গের জাগরণ,
দেখেছি তাদের মাঝে দখিনা
সমীরণে নব প্রেমের মিছিল;
বিটপী আর গুল্ম লতায় পুষ্প-পল্লবে
রঙে রঙে একাকার অজানা শিহরণ,
আমি দেখেছি বসন্তের নিসর্গের জাগরণ।


রচনাকাল : ১০ই জুলাই, ২০১৯ ইং