প্রতিটি সিগারেট যখন আগ্নেয়াস্ত্র
প্রতিটা টানে যন্ত্রণা করে নিবৃত,
যার মন ভুলানো নেশার ঘোরে
স্বপ্নগুলো ছুটে চলে অস্তরবির মতো;
স্বপ্নগুলো ভেসে যায় বেদনার নীল
মহাসমুদ্র সৈকতে-
       বেলাশেষে, অবশেষে।


দিনে দিনে সবি হারায় চোরাবালিতে
হৃদয় আমার পাষাণ হয় ক্রমে ক্রমে,
অবুঝের মতো অশ্রুজলেরধারা ঝরে;
একদিন থেমে যাবে অশ্রুজলেরধারা-
পাষাণ হবে হৃদয়, সময়ের পালাবদলে;
        বেলাশেষে, অবশেষে।


বুঝিয়ে ছিলাম কত তারে বুঝিয়ে ছিলাম কত
বুঝলো না তার পাষাণপুরের পাষাণ হৃদয়গৃহ;
অবশেষে বেলাশেষে-
সবি যেন হারায় পথের ধুলায় মিশে,
দু’জনার স্বপ্নগুলো ছুটে চলে অস্তরবির মতো।


রচনাকাল ঃ ২২ শে জানুয়ারি, ২০২০ খ্রিঃ