আজ বেলা গড়িয়ে প্রায় শেষ বেলা।
সকালের পুবাকাশে উঠা সূর্যটা
এখন প্রায় অস্তগামী পশ্চিমাকাশে,
রক্তাক্ত আভায় রক্তক্ষরণ গোধূলিতে;
আমি দোষী, অপরাধী, বেলাশেষে।


কিন্তু প্রতিদিনের মতো আজ নেয়া
হয়নি তোমার কোনো খোঁজ খবর,
আমার বুকের ভেতরটায় ফুলে ফেপে
উঠছে প্রতি মুহূর্তে বেদনার ঝড়;


বোবা কান্না হৃদয়ের ভেতর হচ্ছে জড়োসড়ো,
আমার হৃদয় যেন রক্তাক্ত সিডর;
আজ বেলা গড়িয়ে প্রায় শেষ বেলা-
প্রতিদিনের মতো নেয়া হয়নি তোমার খবর।


রচনাকাল : ২৯ শে অক্টোম্বর, ২০১৯ ইং