কতো যে নির্ঘুমে
কত রাত জেগেছি,
সে কথা জানে যে
আঁধার ঘেরা যামিনী।


আমি পারিনি বুঝাতে
সে কথা তোমারে,
সে ব্যথা চেপেছি
মোর বুকের গভীরে।


দুই চোখের জলে-
হয়েছে যে একাকার,
তেরোটি নদীর আর
যেন সাতটি পারাবার!


শুধু ব্যথা, শুধু ব্যথা
কেউ বুঝেনা সে কথা,
ব্যথাতুর হৃদয়ে আছে
কত যে ব্যথার কথা!


সুখ যে মোর হারালো
আঁধারঘেরা পথমাঝে,
মোর ব্যথারক্ষণে একা
কেউ নেই মোর সনে!


কাকে ভাবিলাম আপন
কাকে দিলাম হৃদয়াসন?
শতধিক অপমানে করেছি
কেন যে তাকে মনোবরণ!


রচনাকাল : ১৯. ০৮. ২০২১ খ্রিঃ
স্থানঃ বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ