যবন হয়ে গোবিন্দের
       ভক্ত হয়েছিল হারেছ,
শ্রী গোবিন্দের চরণে
      তার ভক্তি ছিল অশেষ।


শ্রীহরি ভক্ত হারেছ-
         হলেন ভক্ত হরিদাস,
শ্রীহরি গোবিন্দের নাম
         জপে কাটে দিনরাত।


অবশেষে নালিশ গেল
        নবাব বাহাদুরের কাছে,
হারেছ স্বধর্ম ত্যাগ করে
         হিন্দুর দেবতা সে ভজে।


এ কথা শোনে নবাব
       হলো যে রেগে অগ্নিবান,
এতো সাহস হলো কেমনে
        নিবো হারেছের গর্দান!


নবাব বাহাদুরের আজ্ঞায়-
        হারেছের রাজদরবারে গমন,
নবাব বলে- ছাড়তে হবে
         হিন্দুর দেবতার সাধন ভজন!


নবাব বলে এসো স্বধর্মে-
        এমন ধর্ম ত্রিজগতে নাই,
তবু শ্রী গোবিন্দের নাম
          ভক্ত হারেছ ছাড়ে নাই।


নবাবের আজ্ঞায় পাইকের
      বেত্রাঘাতে রক্তাক্ত হারেছ,
তবু ভুলে নাই প্রভুর নাম
     আজো ধরায় তার খ্যাতি অশেষ।


রচনাকাল : ১০ই মে, ২০২১ খ্রিঃ