চারদিকে যেন ঘনিয়ে আসছে
অসভ্য যুগের ঘন অন্ধকার;
বনের হিংস্র পশু থেকে অধিক
হিংস্র মানুষ নামে কতক জানোয়ার।


এ যেন পিছনে ফেলে আসা সেই-
ভয়ংকর শতাব্দী সপ্তম;
চারদিকে শুধু রক্ত নদীরধারা-
বাঁচার তাগিদে আর্ত চিৎকার;
স্বজন হারানোর বেদনায় শোকের মাতম;
এ যেন সেই ভয়ংকর শতাব্দী সপ্তম।


কাপুরুষ-হায়েনার দল ছুটে আসে-
ভোরপ্রাতে মন্দির কিংবা প্যাগোডায়,
হত্যা করে নিরীহ পুরোহিত-ধর্ম যাজক
ধর্মের নামে- স্রষ্টা নাকি তাদের সহায়!


বিশ্বজুড়ে সভ্যতার যুগে বিশ্বমানবতা বিপন্ন;
হে বিশ্ববাসী-
তোমরা কেন বাকহীন, কেন মৌন?


হে বিশ্ববাসী,
চাই মানুষে মানুষে শান্তিপূর্ণ সহবসবাস;
আমরা মানুষ এটাই পরিচয়,
ধর্ম আমাদের নিজ নিজ বিশ্বাস।


জাগো বিশ্বমানবতা জাগো-
আলোরপথ অবরোধকারীদের চলো করি নিপাত,
বিশ্বজুড়ে সভ্যতার যুগে বিশ্বমানবতা বিপন্ন;
জাগো বিশ্বমানবতা জাগো।