একদিন সবি হারিয়ে যাবে
সবুজ পাতার মতো করে,
একদিন সবি খসে পরবে
দূরাকাশের তারা খসার মতো!


তুমি আর আমি আজ জীব
কালের খেলায় হবো জড়বস্তু,
সেদিন কোথায় রবে সম্পর্ক
কোথায় রবে কামনার বস্তু?


এতদিনে যে সবি হলো শেষ
শেষ হলো চিরদিনের মতো,
হৃদয় দাহ হয় ত্রিভূবন জুড়ে
এ পৃথিবী যেন ভষ্ম হয়ে ঝরে!


সত্য মিথ্যার খেলার প্রশ্নবাণ
থেমে যাবে যেন সবি নিষ্প্রাণ,
বুঝবে পরষ্পর কি ভেবেছিলাম
আর অবশেষে একি বুঝলাম!


রচনাকাল : ২২ শে ডিসেম্বর,  ২০২১ খ্রিঃ
সময়: দিবাগত রাত ১.৩০ মিঃ
স্থান: বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ