আজ আমার দিনগুলি কাটে তুমিহীন বিষন্নতার যন্ত্রণায়,
এই পৃথিবীটা আমার কাছে এখন বড্ড বিষাদময়;
হৃদয়টা যেন বেদনার অনলে পুড়ে পুড়ে পোড়া মাটির মতো
বিষন্ন লালচে রঙে যেন আবৃত, বেদনার অনলে ভীষণ দগ্ধ!
বেদনার অনলে দু’চোখের অশ্রুজলও হয়ে গেছে বড্ড উষ্ণ!
আজ আমার দেহ থেকে যেন বের হয়-
পোড়া মাটির গন্ধের মতো এরকম হৃদয় দগ্ধের গন্ধ,
বিষন্ন লালচে রঙে হৃদয় যেন আবৃত, বেদনার অনলে যেন দগ্ধ!


তোমার দুটি হাত ধরেছিলাম তোমায় নিয়ে বাঁচতে,
সেই তুমি আজ তুমি নেই, বদলে গেছো অনেকখানি ছলাকলায়;
আজ আমার দিনগুলি কাটে তুমিহীন বিষন্নতার যন্ত্রণায়;
মিথ্যে অপবাদে চলে গেছো দূরে, বহুদূর সীমানায়;
আমায় ভুলালে তুমি তোমার মিথ্যে ভালোবাসার ছলনায়।


ফেলে আসা সময়ের স্মৃতিগুলো প্রতিদিন গুমরে গুমরে কাঁদে
অবুঝ হৃদয় শুধু তোমার স্মৃতিচারণে ক্ষণে ক্ষণে অশ্রুজলে ভাসে;
তুমি যে স্বপ্নচারিনী হয়ে নিশিদিন মিশে আছো আমার অস্তিত্বে
তোমার দু’হাতের কোমল পরশ আজো পাই নিরব অনুভবে,
সয়েছি সব অপমান, কলঙ্ক বঞ্চনা, হয়েছি আমি অপরাধী-
অবশেষে তবু পেলাম তোমার কাছে শুধুই অবহেলা- হে স্বপ্নচারিনী।


রচনাকাল ঃ ১৩ রা জানুয়ারি, ২০২০ খ্রিঃ