সকাল সাঁঝে কাজের ফাঁকে এই তো আমি আছি
চিরদিনি রবো শুধু ছায়ার মতো তোমার পাশপাশি,
সারাজনম যাক না কেটে এমনি করে ভালোবেসে-
ভালোবাসার বন্ধনে বেঁধে রবো দু’জনে দু’বাহু ডোরে;
এই তো আমি আছি- চিরদিন তোমার পাশাপাশি।


অনন্তকাল ধরে নদীর জলেরধারা ছুটে চলে সমুদ্রে
তেমনি করে অনন্তকাল থাকব তোমারি পাশে,
রূপালী চাঁদের আলো হয়ে নতুবা জোনাকির মতো
অপূর্ব আলোর বন্যায় ঘুচিয়ে দেবো-
শত দুখের রাতের বেদনার কালো আঁধিয়ার;
এই তো আমি আছি- চিরদিন তোমার পাশাপাশি বারংবার।


স্বপ্নগুলো দু’জনার চোখে স্বপ্নের রঙে রঙে রাঙিয়ে
জীবনটা যাক না কেটে মনের খেয়ালে- মান অভিমানে,
ভুল-ত্রুটি, মান-অভিমান যাক না সবি হারিয়ে এক নিমিষে
পরষ্পরের হৃদয় ছোঁয়া প্রেমের গহীন পরশে, হৃদয়ের আহ্বানে;
এই তো আমি আছি- সুখে দুখে চিরদিন তোমার পাশে।


এই তো আমি আছি-
তোমার ভাল লাগার অনুভূতির প্রতিটি মুহুর্ত জুড়ে,
ভালবাসার শিহরিত প্রতিটি ক্ষণে- মান-অভিমানে
আমার পদচারণা; হারিয়ে যাওয়া তোমার হৃদয়ের গহীনে,
আমি আছি তোমার সাথে কোন এক জোছনা প্লাবিত রাতে;
এই তো আমি আছি- চিরদিন তোমার চারপাশে।


রচনাকাল ঃ ১লা নভেম্বর, ২০১৮ ইং
উৎসর্গ ঃ অনাগত স্বপ্নচারীনি