সেই তোকে দেখেছি কবে!
আজ তোকে খুব কাছ থেকে
দেখতে বড়ো ইচ্ছে হয়;
ইচ্ছে হয় তোর হাতে খেতে
চলে আয় না সব অভিমান ভুলে
নিঃশ্বাস হয়ে এই দেহ মাঝে!


জানিস তোকে ছাড়া আমি
বড়ো অসহায়-
আমার চোখের জল শুকায়
বেদনার তপ্ত বালুকায়,
তুই ফিরে আয়!


কতদিন রাত জাগা হয়না
শুধু তোর সাথে, রাত জাগা পাখি হয়ে;
সাজানো স্বপ্নগুলো গুমরে কাঁদে নোনা
বেদনার চোখের জলের বানে;
ফিরে আয় তুই সব অভিমান ভুলে।


চলনা হাত ধরে হাঁটি দুজনে মন্দিরের
সেই পথে, শেওড়াপাড়ার সেই রাস্তায়;
রিক্সায় চড়ে দুজনে চলনা আবার যাই
মনের কথা বলতে বলতে কাজিপাড়ায়;
তুই সব অভিমান ভুলে ফিরে আয়।


আমি বাড়ি যেতে তেঁতুলিয়া বাসের অপেক্ষায়
থাকব দুজনে ফুটওভার ব্রিজে কাজিপাড়ায়,
বলবি না তুই সাবধানে যেও, মোবাইলফোন
সাবধানে রেখো আর বাস ছাড়ার পর কল দিও;
রিক্সায় চড়ে দুজনে চলনা আবার যাই
মনের কথা বলতে বলতে কাজিপাড়ায়;
তুই সব অভিমান ভুলে ফিরে আয়।


রচনাকাল : ১লা ফেব্রুয়ারি,  ২০২০