আমি এই পৃথিবীতে এসেছি নিঃশব্দে-
সবার মতো করে নয়, কান্নাহীন ভাবে;
অতঃপর আমি কেঁদেছি বৈদ্যের থাপ্পড়ে
অবশেষে কেঁদেছি মানুষের ছলচাতুরিতে!


এ জীবনে চলার পথে কত লোকের সাথে
কত ভাবে হলো পরিচয় হলো যে চেনাজানা,
এ সমাজে হাওয়ার মতো বদল হওয়া-
মানুষগুলো দিয়ে গেল যে সীমাহীন বেদনা।


তবু আশায় বুক বেঁধে গড়েছিলাম প্রেমের ঘর
সে ঘর ভেঙে গেল- এসে হৃদয় ভাঙা ঝড়;
কেন বার বার অবুঝের মতো পুড়াই মন
অতঃপর জ্বালি যে চিতা হৃদয়গৃহের ভেতর!


রচনাকাল : ৪ ফেব্রুয়ারি,  ২০২১ খ্রিঃ
# ফতুল্লা, নারায়ণগঞ্জ