জাগো হে প্রভু, জাগো হে-
        জাগো মোর হৃদ মন্দিরে,
তব মুরতি করেছি স্থাপন
        মোর হৃদ মন্দির আসনে।


আমি যে ভুবনে দীন অতি
      কি করে সাজাবো অর্ঘ্যথালি,
তাই তব চরণে দিলেম শুধু
       বিল্বপত্র-পুষ্প, জল-তুলসি।


এ ভুবনে তুমি যে মোর সাথী
        দিবস-রজনী তোমারে ডাকি,
তুমি বিনে কে শুনিবে আহ্বান?
     তুমি যে মোর প্রভু তুমি ভগবান।


এ জগতে পাই যত দুঃখ-ব্যথা
         সইতে পারি যেন সতত সদা,
এই শকতি যাচি তব নিকষা
     সতত সদা যাচি তব করুণাধারা।


রচনাকাল : ৩রা ফেব্রুয়ারি,  ২০২১ খ্রিঃ
স্থানঃ কাজিরবাগ, মানিকনগর, ঢাকা-১২০৩