যে আগুন জ্বলে আগ্নেয় গিরিতে
         প্রচণ্ড গতিবেগে বের হয় লাভা;
এ ত্রিভূবনে কে জানে তার যন্ত্রণা?
       কে জানে কার এই গোপন মন্ত্রণা?


যে আগুন জ্বলে বনবনান্তে দাবানলে
    মাইলের পর মাইল পুড়ে ছারখার বন;
পোড়া ছাইয়ে আর কালো ধোঁয়ার ভীড়
     কে জানে এই যন্ত্রণার কি করুণ দহন?


যে আগুন জ্বলে আঁখি সমুদ্রের গভীরে
       প্রচণ্ড দহনে অঝোরে ঝরে আঁখি নীর,
কে জানে কে বুঝে কতটা যে আঘাতে-
       উত্তাল আঁখি সমুদ্রে বেদনার ঝড় উঠে!


যে আগুন জ্বলে হৃদয়ের গহীন দেশে
        সে আগুন নিভে না দিবস নিশি ক্ষণে;
সে আগুনে যে হৃদয় পোড়ে ছারখার-
           এতোটা তীব্র সে আগুনের যে দহন
সে আগুন নিভে না সাত সমুদ্রজলে!


রচনাকাল : ২৩ শে নভেম্বর, ২০২০
কাজীরবাগ,  মানিকনগর, ঢাকা-১২০৩