এই সুন্দর পৃথিবীতে দানব জেগেছে
দানব জেগেছে, জেগেছে নব্য দানব,
দুষিত করেছে এই পৃথিবীর পরিবেশ;
চারদিকে আজ মানব মাংসল ভক্ষক;
উৎ পেতে নিয়েছে প্রাণ দেবী প্রমীলার
তোরা তো সভ্যতার কলঙ্ক দানবাকার!


তোরা তো মানব দেহী অদৃশ্য মানব-
গুণাবলিতে একবিংশ শতকে নব্য দানব,
যে দানব ছিল পুরাকালে তারাও হেরেছে
একবিংশ শতকের নব্য দানবের কাছে;
উৎ পেতে নিয়েছে প্রাণ দেবী প্রমীলার
তোরা তো সভ্যতার কলঙ্ক দানবাকার!


মশাল জ্বেলে গণপ্রতিবাদে রাজপথ সরব,
কি হবে মশাল জ্বেলে যখন মানবতা নিরব?
মশালের আলোয় হয়না যখন আলোকিত
মানবরূপি দানবের কুলষিত হৃদয় গৃহ!
তবে কেন বার বার আর মশালের আলো?


দাঁড়াও প্রমীলা, দাঁড়াও তুমি-
জেগে তোল তোমার ভেতরকার দেবী শক্তি,
সাহস করো প্রমীলা-
তুমি পারবে বিনাশ করতে নব্য দানব শক্তি,
তোমারি জাগরণে একবিংশ শতাব্দী পাবে মুক্তি।


উৎসর্গ : প্রমীলা বর্মনসহ আক্রান্ত সকল নারীর প্রতি...


রচনাকাল : ৯ই জানুয়ারি, ২০২০ খ্রিঃ