আমার শূন্য হৃদয় শূন্য গগণতলে
জলশূন্য নদী যেন ধূ-ধূ বালুচরে,
দুঃখ-কষ্ট আর আঘাত-প্রতিঘাতে
জীবন ঘোরে দাঁড়ায় বারে বারে।


এ জীবন ছুটে একাকী বন্ধুর পথে
তবু সহসা যেন মিছে মায়ায় পড়ে,
নিঃস্ব যেন আলেয়ার পিছে ছুটে
জীবনের হিসাব-নিকাশ যেন টুটে!


এমন তো কোন রাত নেই যার
শেষে আলোময় প্রভাত আসেনা,
এমন তো কোন মাঘ নেই যার
শেষে রঙে রঙিন ফাগুন আসেনা!


চিরদিন আধো আলো আধো ছায়া
পাশে থাকে সতত যেন ডর দেয়া,
তবু আত্ম বিশ্বাসে হৃদয় যে ছুটে
ভাঙে যেন সব চির বন্ধুর হিমালয়া।


রচনাকাল : ৬ জানুয়ারি,  ২০২১
#উত্তর গোলাপবাগ, মানিকনগর, ঢাকা-১২০৩