তুমি
আমার মা-মণি
আমার পৃথিবীর আলো,
তোমার হাত ধরে হেঁটেছি
প্রথম এই সুন্দর পৃথিবীর বুকে;
তুমি বেঁধেছো আমায় তোমার আদর স্নেহে।


আমার
মুখে উচ্চারিত
প্রথম শব্দগুচ্ছ আবোল-তাবোল,
অতঃপর প্রথম শিখেছি মা
শব্দখানি, আমার প্রথম শেখা বুলি;
সেখান থেকেই হয়েছে আমার মাতৃভাষা সমৃদ্ধি।


তোমার
আদর স্নেহে
তোমার ভালবাসার যত্নে
তুমি আমায় করেছো বড়ো,
তোমার পরশ আমার সারাদেহে মাখা
আমার দেহের রক্ত-কণিকায় মিশে আছো মা।


তুমি
আমার জন্মদাত্রী
প্রাণ সঞ্চারে দেবতা,
তোমার চরণে আমার অর্ঘ্যথালা;
জন্ম-জন্মান্তরে তোমার কাছে চিরঋণী
তুমি চিরপূজনীয় আমার প্রাণ সঞ্চারের মাতৃদেবী।


উৎসর্গ : আমার শ্রদ্ধেয় মাতৃদেবী ঝর্ণা দাস


রচনাকাল : ১৮ আগস্ট, ২০১৯ইং