মৃতকের নেই কোন কান্না
নেই তার দু’চোখে অশ্রুবারি,
মৃতকের নেই কোন আহাজারি
নেই কোন তার প্রাণের দাবী;
যা ছিল তা সবি হারিয়ে গেছে
জীবদ্দশায় নিঃশ্বাস আর প্রশ্বাসে।


মৃতকের নেই কোন অনুভূতি
মৃতকের নেই রাগ অভিমান-
যা বলার ছিল তা বলেছিল;
তার দু’চোখে স্বপ্ন সেজেছিল
সবার মতন করে;
দু’চোখে স্বপ্ন করেছিল ঝিলমিল
অবশেষে তার দু’চোখ জুড়ে
শুধুই বেদনার নীল!


সে এখন নীরব, নির্বাক, নিষ্প্রাণ;
সে এখন মৃত, মৃতকের কিছু নেই
নেই তার কাতরতা, নেই অনুভূতি!


রচনাকাল ঃ ১১ ডিসেম্বর, ২০১৯ খ্রিঃ