হে ঈশ্বর, মৃত্যু দেবতার চাই দর্শন
বুকে জড়িয়ে তারে করব আলিঙ্গন,
অসময়ে মানুষের কেন নেয় প্রাণ?
শত সহস্র জিজ্ঞাসে করব খানখান!


কি দোষ ছিল তার যে জন্মাল প্রাতে
মৃত্যু দেবতা নিল কেড়ে প্রাণ রাত্রিশেষে;
মৃত্যুদেবতার বিরুদ্ধে করব গণবিদ্রোহ
মৃত্যুদেবতার সিংহাসন করব চূর্ণ বিচূর্ণ।


হাজার কষ্টে মায়ের মুখে ফুটল যে হাসি
আজ কেন সেই মায়ের চোখে অশ্রুবারি,
যদিবা দিবে তুমি এক মহাসমুদ্র বেদনা
তবে কেন তুমি দিলে তারে মিথ্যে সান্ত্বনা?


অসময়ে মানুষের কেন কেড়ে নেয় প্রাণ?
প্রশ্নবানে মৃত্যুদেবতার করব খানখান!
মৃত্যুদেবতার বিরুদ্ধে করব গণবিদ্রোহ
মৃত্যুদেবতার সিংহাসন করব চূর্ণ বিচূর্ণ।


রচনাকাল : ১ লা আগস্ট, ২০২০ খ্রিঃ