আমি তো তোমায় খোঁজে বেড়াই
স্বপ্নে জাগরণে নিদ্রিত অবচেতনে,
তুমি তো খোঁজো না আমায়
ঝলমলে রৌদ্দুর দিনের আলোতে।


আমার স্বপ্নগুলো শুধু তোমায় খোঁজে
পিপাসিত কাক যেমন জল খোঁজে,
তুমি হীন হৃদয় যেন ধূ-ধূ মরুভূমি,
তোমার পরশে পিপাসিত হৃদয়ের
যেন হাজার বছরের তৃষ্ণা মিটে;
পিপাসিত কাক যেমন জল খোঁজে।


তুমি তো খোঁজো না আমায়
ভুলে গেছো রাতের স্বপ্নের মতো,
নিদ্রা ভেঙ্গে যেমন ভুলে যায় সবি;
আমার হৃদয়ের ভাবনাগুলো তোমায়
ঘিরে এলোমেলো হয়ে করে ছুটাছুটি;
তুমি তো খোঁজো না আমায়
তুমি তো বুঝোনা আমায়,
আমার হৃদয় এখন নীরব পৃথিবী।


রচনাকাল : ১৯ শে আগস্ট, ২০১৯