সভ্য সমাজে আজো শ্রেণি বৈষম্য
যান্ত্রিকতার যুগে শ্রমিক নিষ্পেষিত,
কালে কালে শ্রমিকের ঘামে শ্রমে-
ক্রমান্বয়ে এই সভ্যতা উঠেছে গড়ে!


আজো শ্রমিক পায়না ন্যায্য মজুরি
পায়না কভু তার প্রাপ্য মান সম্মান,
সারাদিন শ্রমিকের ঘাম ঝরা শ্রমে
গড়ে যায় বড় বড় যতসব দালান!


প্রজা পাদুকা হাতে পার হতো যে-
রাজত্রাসে রাজবাড়ির চৌ-সীমানা,
অধুনাকালে তেমনি শ্রমিক পাদুকা
হাতে প্রবেশ করে কর্মস্থল কারখানা!


স্টাফ যে বাবু সাব, পাদুকা সহযোগে-
প্রবেশ করে কারখানায় নেই নিষেধ,
নিদারুণ হীনমন্যতায় ভূগে শ্রমিক
এ সমাজে আছে কত যে ভেদাবেদ!


এখনো কাটেনি শ্রেণি বৈষম্য নীতি
চারদিকে শ্রমিক শ্রেণির আর্তনাদ,
কালের বিবর্তনে হয়েছে দিনবদল
হয়নি যে শ্রমিকের ভাগ্যের বদল!


ভাগ্যের পরিবর্তনে খেটে যায় যে
রোজ রোজ গাধার মতো খাটুনি,
তবু আসে না কভু তাদের সুদিন
আশায় বুক বেঁধে খাটে নিশিদিন!


রচনাকাল : ৭ই ফেব্রুয়ারি,  ২০২২ খ্রিঃ
স্থান: বিসিক, ফতুল্লা,  নারায়ণগঞ্জ