আমি সাগর দেখিনি, দেখিনি তার বিশালতা,
পাইনি নীলাভ নোনাজলের ছোঁয়ার পরশতা;
আমি দেখেছি আমার দু’চোখে সাগরের প্রবাহতা,
আমি ভেসেছি দিবস-নিশি দু’চোখের নোনাজলে
যেন সাগরে প্রবাহিত নীলাভ নোনাজলের বিষণ্নতা।


আমিও একদিন পাথর হয়ে সহ্যের বাঁধ ভেঙে
চলে যাবো- তোমাদের থেকে দূরে বহুদূরে,
তোমাদের এই পাষাণ পৃথিবীর সীমানা পেরিয়ে
চিরদিনের মতো চিরায়িত না ফেরার দেশে;
তখন আর তোমাদের কখনো করবো না বিরক্ত
সময়ের অপেক্ষায় সময় কাটে আমি হবো শূন্য,
যেমনি শূন্যরেখা থাকে শূন্য, করবো না বিরক্ত।


একদিন নিরবে থেমে যাবে আমার যত কোলাহল
থেমে যাবে চিরতরে তোমাদের সাথে আমার চলাচল,
সেইদিন হয়তো বুঝবে আমার যত চাওয়া পাওয়া-
সেইদিন হবে সময়ের বহু ব্যবধান, হবে না সমাধান।


সবি রবে অমীমাংসিত সময়াতিক্রমে তামাশার ইন্দ্রজালে,
সময়ের অপেক্ষায় শুধু সময় কাটে আমি হবো শূন্য,
যেমনি শূন্যরেখা থাকে শূন্য, করবো না বিরক্ত;
একদিন হয়তো বুঝবে আমার যত চাওয়া পাওয়া-
সেইদিন তোমাদের থেকে বহুদূরে হবে আমার ঠিকানা,
আমার দু’চোখে প্রবাহিত নীলাভ নোনাজলের বিষন্নতা।


রচনাকাল ঃ ০৩ই ফেব্রুয়ারি, ২০২০ খ্রিঃ