পৃথিবীতে সবই পরিপূর্ণ-
কখনো কষ্টে, কখনো সুখে,
সত্যি পরিপূর্ণ;
অবহেলায় পরিপূর্ণ,
দারিদ্রতায় পরিপূর্ণ।


আজ আমি শূন্য শূন্য
বিবেক হীনতায়,
তবু আমি পরিপূর্ণ ;
কারণ আমি মেয়ে
জাতে অবলা,
তাই আমি কষ্টে পরিপূর্ণ।


আমি যে খাঁচায় বন্দী পাখি-
তাই আমায় অবহেলায়
খাঁচায় পুষে রাখে,
তবু আমি পরিপূর্ণ,
রাঁধন বাঁধনে পরিপূর্ণ।


আমি শূন্যতাতেও পরিপূর্ণ-
কারণ আমি মেয়ে,
জাতে আমি ওহ মা;
তাই তো আমি শূন্যতাতেও পূর্ণবান।


রচনাকাল : ২২ শে জুলাই/২০১৯ ইং
উৎসর্গ : সুমী রাণী দাস