এই বিশ্ব জগতের মহাসমুদ্র তীরে
আবদ্ধ যেন মোহ মায়া ডোরে,
আমার হৃদয় মন সদা আচ্ছাদিত
পতিত আঁধার কালো পাপে-তাপে।


মোহ মায়ার মহাসমুদ্র তীর থেকে
পার করো হে মহাপ্রভু আমারে,
তুমি যে মহাবিজ্ঞ জগৎ সংসারে
আমায় মুক্ত করো পাপ-তাপ থেকে।


যদি চলি পাপ কণ্টকরুদ্ধ পথে
শত বাঁধা দিও তুমি সেই পথে,
আমার হৃদয়ে আছো যত আঁধার
ঘুচাও তোমার পুণ্য আলো জ্বেলে।


আশাহীনের হৃদয়ে তুমি যে আশা
আঁধার ঘেরা পথে তুমি যে দিশা,
তোমার গুণ কীর্তনে যেন সদা থাকি
আমার প্রাণে সদা যোগাও সেই শক্তি।


রচনাকাল ঃ ২৮ শে নভেম্বর, ২০১৯ খ্রিঃ