হে প্রিয় বন্ধু, তোমার বিদায় বেলা প্রভাত ক্ষণে-
হৃদয় গগণে নেমেছিল গোধূলি বেলা,
হৃদয়ের স্রোতধারা শুকিয়ে হয়েছিল যেন মরু সাহারা;
বাড়ীর উঠানে সকালে সদ্য ফুটন্ত বেলীফুলও
ঝরে গিয়েছিল তোমার শোকে,
চারদিকের পরিবেশ হয়েছিল-
থমথমে শোকাবহ, যেন বেদনার শোকে পূর্ণতা!


তুমি যখন ছিলে, তখন যেন সবকিছুতে ছিল পরিপূর্ণতা;
আজ তুমি হীন সবকিছুতে বিরাজিত শুধু শূণ্যতা;
দেওয়ালে ঝুলানো বা সামাজিক মাধ্যমে থাকা
তোমার হাসিমাখা ছবিটি দেয় যেন হৃদয়ে নীরব বেদনা।


মাঝে মাঝে ভাবি, এই তো গতকাল তুমি ছিলে পাশে,
আজ তুমি আছো কত দূরে;
স্মৃতি হয়ে আছে শুধু স্মৃতিময় মুহূর্ত গুলো,
এই জগতে তোমার পরশধন্য প্রিয় মানব হৃদয়ের গহীনে।


তোমার বিদায় বেলা, প্রিয় মুখগুলোতে
নেমেছিল শোকের ছায়া,
তোমার শূণ্যতায় কেঁদে ছিল কত প্রিয়মুখ!
বয়ে ছিল বেদনার স্রোতধারা;
হে প্রিয় বন্ধু, তোমার বিদায় বেলা,
তোমার পরশধন্য সব হৃদয়ে নেমেছিল
বেদনার গোধূলি বেলা।


রচনাকাল : ৮ই ফেব্রুয়ারী/২০১৬