আমি নারী সনাতনে শতরূপা,
খ্রিস্ট বিশ্বাসে ইভ, ইসলামে হাওয়া;
আমি নারী স্রষ্টার সৃষ্টিতে বিস্ময়,
আমি নারী সনাতনে শতরূপা।


আমি নারী কখনো মা, কখনো ভগ্নি;
আবার কখনো বা স্ত্রী-কন্যা;
তবু আমরা অত্যাচারিত দেশে-দেশে-
আমরা নাকি জাতিতে অবলা!


কালে কালে আমাদের প্রতিভা দমিয়ে রাখতে
চেয়েছে নারীর পরাধীনতায় বিশ্বাসীরা;
তবু আমরা করেছি জয়, হয়েছি বিদুষী গার্গী;
আজ আমরা বন্দী পোষাকে, বন্দী গৃহকোণে,
পরাধীনতার শিকলে আপাদমস্তক বাঁধা;
আমাদেরও সাধ জাগে হতে চন্দ্রালোক বিজয়ী,
হতে হিমালয় বিজয়ী রাজকন্যা।


হে পৃথিবী,
কেন কেড়ে নিলে আমাদের স্বাধীনতা?
এই বিশ্ব সভ্যতায় আমাদেরও আছে অবদান,
আমরাও দিয়েছি শ্রম, আমরাও করেছি আত্মদান;
সভ্যতার ইতিহাসে আমরা করেছি প্রথম কৃষিচাষ,
আমরাই দিয়েছি মানব শিশু মুখে-
প্রথম মাতৃভাষার স্বাদ!


তবুও আমরা আজো জাতিতে অবলা,
আমাদের নেই অধিকার, নেই স্বাধীনতা!