তুমি আমায় স্বপ্ন দিখেয়েছিলে
আমায় নিয়ে তুমি বাঁধবে সংসার,
থাকবে তুমি আমার পাশে-
হাতে-হাত রেখে চিরকাল;
আজ মনে হয় সবি অভিনয়
শুধুই তোমার মিথ্যাচার!


ভালবাসার নামে অভিনয় করে
আমার হৃদয়টি করলে তুমি
রক্তাক্ত কুরুক্ষেত্র প্রান্তর,
আজ আমার দু’টি নয়ন
বেদনার অশ্রুজলে বেদনার মহাসাগর।


আজ আমি দিশেহারা পথিক,
পাইনা খুঁজে আমার আলোর কোন দিক;
সবি মনে হয় অন্ধকার-
অমাবস্যার চাঁদরে ঢাকা
অথবা ভয়ংকর কোন প্রাচীন গুহা;
আজ নিজেকে মনে হয়-
আমি যেন জলহীন মরুভূমি সাহারা!


অবশেষে আজ বুঝলাম, সবি
ছিল তোমার মায়াবী ছলনা;
তুমি দিয়েছিলে আমায় মিছে প্রত্যাশা
সুরক্ষিত রাখতে তোমার সীমানা;
আমার জন্য তোমার মাঝে ছিলনা
হৃদয়ের ভালবাসা,
ছিল শুধু ভাল লাগানো ভাল ভাষা।