সেইদিনও ছিলাম পাশাপাশি দু’জনা;
আজ আমি এই ক্ষণে বড় একা,
আমার দোসর আজ বেদনার বরষা।


মনে ছিল যত আশা- সব ঢেকে গেছে
বেদনার মেঘে- বেদনার বরষায়,
আজ আমি ভোগী নিঃসঙ্গতায়-
বেদনার নীরবতায়।


সুখ তো হারিয়ে গেছে, পেয়েছি
শুধু দুঃখের ঠিকানা,
হৃদয়ের দু’কুল ছাপিয়ে বহে
বেদনার অথই বাদলধারা;
আমার দোসর আজ বেদনার বরষা।


সুখ যে কি, বুঝিনা তো আমি!
বেদনা কেবল আমার সাথী;
সুখ যে চলে গেছে আমায় ছেড়ে,
বেদনা হয়েছে আমার স্বজন,
আমার প্রিয়জন।


তাই সঁপেছি তাকে আমার আত্ম-মন;
হৃদয়ের নদীর দু’কূল ছাপিয়ে বহে
বেদনার অথই জলধারা-
আমার দোসর আজ বেদনার বরষা।