মনে মনে কত ভাবনা দোলা যে এই বরষা,
কত হাসি আর কত কান্না-
বরষার প্রকৃতির মতো হৃদয়ের পৃথিবীর সীমানা;
আনন্দে দোলে যাই বরষার মৃদু হাওয়ার মতো,
ব্যথিত হৃদয় যেন বরষার হঠাৎ বাদলধারা।


কেঁদে কেঁদে ভাসে যেন দুই আঁখির সীমানা;
তবু শতকষ্টের মাঝে স্বপ্ন জাগে, জাগে হৃদয়ে প্রত্যাশা;
জীবন যেন বরষার প্রকৃতি মতো-
কখনো মেঘ আবার কখনো মেঘমুক্ত উজ্জল আলোকিত!


বরষাকে আমার হৃদয়ে অনুরাগের বাঁধনে রেখেছি বেঁধে,
যেন বার বার মনে হয় এই বরষার প্রকৃতির মাঝে
খুঁজে পাই আমার জীবনের কিছু মুহূর্ত;
কত চেনাজানা আর কত পরিচয়-
তবুও কেন হয় মানুষের মাঝে সম্পর্ক ছিন্ন
আর মানুষ কেন হয় প্রিয়জনের কাছে ঘৃণার পাত্র!


অবশেষে কিছুই মিলে না, হারিয়ে যায় বিশ্বাস,
হারিয়ে যায় মনের গভীর প্রণয়ভাব;
তখন মনে হয় হারিয়ে গেল জীবন থেকে
অনেক কিছু আর এলো যেন জীবনে বেদনার কালো রাত!
আর এলো জীবনে সাহসা যেন হাসি-কান্নার বরষা,
দুই আঁখি মাঝে শুধু বরষার বৃষ্টিপাত।