অামি নির্বাক, অামি ভাষাহীন,
তোমাকে উজাড় করে ভালোবেসে
অামি হয়েছি দীন;
তোমার প্রতারণা অামার হৃদয় রাজ্যে
জ্বেলেছে দাবানল সীমাহীন!


ভালোবেসে তোমায় করেছিলাম-
অামার হৃদয় রাজ্যের মহারাণী,
তুমি অামার ভালবাসা নিয়ে
করলে হৃদয় ভাঙা খেলা,
করলে অপমান-অবহেলা;
তুমি হলে ছলনাময়ী, ছি! মিথ্যাবাদী।


তুমি ত্রিবেলা পুজো যে ভগবান,
তিনি কি সইবেন ভালোবাসাকে
করছো যে এতো অপমান?
ভালোবেসে দু'জন-দু'জনা হয়েছিলাম
দুটি প্রাণে একটি প্রাণ,
সেই ভালোবাসাকে করলে তুমি অপমান।


তুমি চিত্তের নও বিত্তের পাগল,
তুমি বুঝনি হৃদয়ের ভালোবাসা,
বুঝনি স্বপ্নঘেরা প্রেমের শতদল;
তুমি অন্ধ মোহে হয়েছো লোভী,
হয়েছো প্রতারিণী,
তুমি হলে ছলনাময়ী,ছি! মিথ্যাবাদী।


অাজ তুমি অামার ভালোবাসাকে
করেছো অস্বীকার,
সব জানেন প্রভু, তিনি যে মহান;
তিনি ঈশ্বর, তিনি ভগবান।


ভালোবেসে লুকিয়ে রেখেছিলাম
তোমায় অামার হৃদয় মাঝে,
সেই অামার হৃদয়টা ভেঙ্গে দিলে তুমি
নিষ্ঠুর বেদনার বন্যার স্রোতে,
স্বপ্নঘেরা দুটি চোখ বেদনার জলে ভাসে;
অামার ভালোবাসা অাজ তোমার কাছে বেদামী,
অতীত ভুলে গেলে তুমি;
তুমি হলে ছলনাময়ী, ছি! মিথ্যাবাদী।


সেই হাতে হাত, চোখে চোখ, চুম্বন;
ভুলে কি গেছো তুমি সেইক্ষণ?
স্বপ্ন ভাঙা জীবনে অামার
দু'চোখে বেদনার রোদন।


তুমি অামার ভালোবাসাকে করেছো
অপমান-ধিক্কার!
তোমার অপমানে কাঁদে খোয়াই,
কাঁদে মরু সাহারা,
বেদনার মেঘে মেঘে অাকাশ হয়েছে অন্ধকার,
ভালোবেসে তোমার কাছে এই পেলাম উপহার।


ভালোবাসার অপমানে-
অামি হলাম অপমানিত,
তুমি বললে- অামি তো তোমাকে
ভালোবাসি নি কখনো,
শোনে তোমার ঐ মিথ্যে বাণী-
সেইক্ষণে অামি যেন রুদ্ধ শ্বাসে মরি!
তুমি হলে ছলনাময়ী, ছি মিথ্যাবাদী।


রচনাকাল: ৯ই অক্টোবর, ২০১৩ইং