হে জগৎ পিতা,
আমার হৃদয় মাঝে করো মনোবল সঞ্চার,
দূর করো আছে যত আসক্ত অসাড়,
তোমার প্রেমে যেন হতে পারি একাকার,
তোমার কাছে এই প্রার্থনা আমার।


তোমার যে বাণীতে এ ভূবন পাগল,
তোমার গুণের স্তুতিতে ঝরে চোখের জল;
সভ্যতার মানবতার কল্যাণে করো নিবেদিত,
করো তোমার চিরমঙ্গলময় পথের সারথি,
করিতে পারি যেন বিশ্বজগতে তোমার গুণের আরতি।


আমি মোহনিদ্রায় নিদ্রিত প্রতিক্ষণে-
জেগে উঠতে পারিনা তোমার আহ্বানে,
আমি যে মোহগ্রস্ত ক্ষণিকের আনন্দ আয়োজনে,
অথচ চারদিকে আজ মানবতা ধ্বংসের মহাস্তুপে-
চারদিকে শুধু মৃত্যু পথযাত্রীর ক্রন্দন-চিৎকার,
বাঁচার তাগিদে করছে আর্তনাদ!


হে জগৎ পিতা-
আমার অজ্ঞানতার মোহ ঘুচিয়ে দাও তুমি;
বলহীন হৃদয়ে করো মনোবল সঞ্চার,
আলোহীন হৃদয়ে করো আলোর প্রকাশ,
যেন করিতে পারি জয়- বিশ্ব মানবতার।


রচনাকাল : ২২ মার্চ, ২০১৭ইং