বৃষ্টি এলো বাঁধন হারা
মানুষ অাজি দিশেহারা,
বৃষ্টিকে তো যায় না বাঁধন,
তবে কি অার হতো এমন।


কত কিছু ভিজছে মাঠে
গরু-ছাগল ছুটছে দিকে দিকে,
অরুণ অালো হারালো কোন দিকে;
ছাতা ছাড়া লোকজন যাচ্ছে হেঁটে,
বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা হাওয়ায় কেঁপে কেঁপে।


বৃষ্টিকে তো যায় না বাঁধন,
মানে তো সে শাসন বারণ;
মাঝে মাঝে এমন করুণ-
জিদ ধরে সে পড়তে থাকে গগণ
হতে সারাক্ষণ।


রচনাকাল: ১০ জুন, ২০০৬ইং