খরস্রোতা নদীর মত যেন জীবনধারা ছুটে
দুঃখগুলো যেন তরীর মত এপার ওপার ভীড়ে,
তবু প্রত্যাশা নিয়ে জীবন বাঁচে-
যদি অনাগত কোন দিনে সফলতা জুটে।


ব্যর্থতা হৃদয়ে করেছে কুঠার আঘাত,
তবুও এক বুক আশা নিয়ে ছুটে যাবো সম্মুখপানে,
জয়ের আশে- জীবন সংগ্রামে;
শুভ মুহুর্ত সবার মাঝে হোক প্রকাশিত,
বেদনা থাকুক সংগোপনে হৃদয়ে নিহিত।


অতিক্রম করবো যত আছে বাঁধা আর ঘাত-প্রতিঘাত;
শত চেষ্টায় আলোকিত হবে আঁধারে ঢাকা ভোর-
অবশেষে নয়ন সম্মুখে প্রকাশিত হবে আলোকিত প্রভাত,
ভেঙ্গে যাবে তারুণ্যের মনোবলে-
যত আছে বন্ধকতার বাঁধ।


রচনাকাল : ৫ মার্চ, ২০১৭ইং