যে ভাষা শিখেছি আমি আমার মায়ের কাছে
সে ভাষা আমার প্রাণের ভাষা যেন অমৃতধারা,
এ গতিধারা আমার প্রাণে, আমার অনুভূতিতে
প্রবাহিত হয়ে বার বার জাগায় অমৃত তৃষ্ণা;
এ আমার প্রাণের সুধা মাতৃভাষা বাংলা।


এ ভাষা আমাদের হৃদয়ে লালিত চর্যাপদ পূর্ব
যুগ হতে, হাজার হাজার বছর ধরে;
এ ভাষা আজো জীবন্ত হাজার হাজার ভাষার মাঝে-
কত শত সহস্র ভাষা হয়েছে বিলীন প্রাচীন
সভ্যতার ধ্বংসের সমকালে- কালের আবর্তনে;
তবু, মাতৃভাষা বাংলা সগৌরবে বিশ্বদরবারে।


অদ্ভূত তত্ত্বে দেশ বিভাগের মহাসুর কালোছায়ার
কুদৃষ্টি পড়েছিল অবশেষে মাতৃভাষা বাংলার ‘পর;
গর্জে উঠেছিল কালোছায়া-বলেছিল,“উর্দুই
হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।” সেইদিন-
আন্দোলনে জেগে ওঠে বাংলার ছাত্র-জনতা;
একটাই ছিল দাবী- চাই রাষ্ট্রভাষা বাংলা।


অবশেষে বাহান্ন সালে ভাষা আন্দোলনে
পুরো বাংলার ছাত্র-জনতা উত্তাল হয়ে উঠে
ঢাকা শহরের রাজপথে, বাংলাভাষা বিদ্বেষীদের-
ফৌজাদারি ১৪৪ ধারা ভঙ্গ করে-
সেইদিন চলেছিল মিছিল-চলেছিল শ্লোগান-
একটাই ছিল দাবী- রাষ্ট্রভাষা বাংলা চাই!
রাষ্ট্রভাষা বাংলা চাই!!


সেই মিছিলে হায়েনাদের ছুড়ে দেয়া কাঁদানে গ্যাসে
চারদিক হয়েছিল যেন ধূম্রজাল আর গুলিতে-
রফিক-শফিক-জব্বার দিলো আত্মবলিদান
আজ তাঁদের অাত্মত্যাগে বাংলাভাষা মহীয়ান।


রচনাকাল ঃ ১৭ই জানুয়ারী, ২০১৯ খ্রিঃ