এলো চুল বাতাসে দোলে
তুমিও যেন দুলো তালে,
তোমার হাসি মাখা মুখে
পূর্নিমাতে জোছনা ঝরে।


জোনাকীর আলোয় দেখি
তোমার রূপের প্লাবন,
সেই প্লাবনে যেন ভাসি
ভাসে মন ভাসে নয়ন।


আমার চোখ যে সরে না
তোমার যে চাহনি থেকে,
ক্ষণে ক্ষণে অপলক দৃষ্টিতে
চেয়ে থাকি আমি তোমাতে।

শুধুই যে তোমার মাঝে
আমি নিজেকে হারিয়েছি,
হৃদয় গৃহে হানা দেয়-
প্রেমের রঙিন প্রজাপতি।


রচনাকাল : ০৯ জুলাই, ২০২০ খ্রিঃ