মহাশূন্য থেকে এসেছি এই ধরণী পরে
চিনি তো না কেউ কোনদিন আমারে,
ক্রন্দনধ্বনি বার্তা বয়ে আনে সবার মাঝে
এসেছে নতুন অতিথি গ্রহণ করেছে সাদরে।


নতুন অতিথির রাঙা মুখে টগবগ হাসি
বুঝিতো না সে- কি সুখ-দুঃখ রাশি!
আঁধার আলো ঘিরে খেলে এই মহাপৃথিবী,
মেতেছে সৃ্ষ্টিলগ্ন থেকে অনন্তকাল ব্যাপী।


চিরন্তন নিয়মে আঁধার-আলো আর ভালো-মন্দ
সকল কালে, সকল মানব সমাজে বিস্তৃত;
জগৎ সংসার ইতিবাচক আর নেতিবাচক নিয়মে
অনন্তকাল ব্যাপী এই দুই নিয়মের বাঁধনে বাঁধা;
কত জন করেছে সংগ্রাম এই নিয়ম অতিক্রমে-
পরিপূর্ণরুপে সফল হয়নি কোনদিন তারা;
তাই তো এই পৃথিবীর আরেক নাম দুনিয়া।


রচনাকাল ঃ ০৭ই নভেম্বর, ২০১৯ খ্রিঃ