বিটপীর শাখে শাখে দিনে দিনে বৃন্তে
জন্মে হালকা হরিৎ রঙের সবুজপাতা,
দিনে দিনে সে হয়ে উঠে বিটপীর-
জল ও খাদ্যের আজীবন যোগানদাতা।


জন্মলগ্নে বা শৈশবে তার কোমলতা যেন
মানব শিশুর দেহের মতো কোমলতাপূর্ণ,
তার কোমলতার ছোঁয়ায় আমাদের হৃদয়
হয়ে উঠে পুনঃ পুনঃ কত যে স্নেহার্দ্র!


কৈশোরে সে হয়ে উঠে পরিপূর্ণ যৌবনবতী
ঘন হরিৎ রঙে প্রকাশিত হয় তার দীপ্ততা,
সূর্যপানে হেলে উৎতপ্ত সূর্যালোকে বিটপীর
বেঁচে থাকার জন্য-
জল ও খাদ্য উৎপাদনে সে নিবেদিতা।


অতঃপর সে বয়সের ভারে হারায় হরিৎ দীপ্ততা
বিবর্ণ রঙে ঢাকা পড়ে তার সোনালী অতীত,
সেতো ছিল বিটপীর আজীবন জল ও খাদ্যদাতা;
আজ সবি অতীত- আজ তার স্থান বিটপীতলে,
আজ আর নয় সবুজপাতা অবশেষে পরিচয়-
ঝরাপাতা, বিটপীতলে তার ঠিকানা।


রচনাকাল : ১০ই নভেম্বর, ২০১৮ইং