সেই খোঁপাটি, হতে পারে ফুল দুপাটি;
কিনে ছিলাম তোমায় দেবো বলে,
অাজো হলোনা তোমায় দেয়া,
রয়ে গেল তোমার অগোচরে।


সেতো অনেক অাগের কথা-
তখন তুমি ছিলে ষোড়শী
অার অামি ছিলাম কুড়ি;
এখন তুমি পা দিয়েছো একুশে
অার অামি পঁচিশে।


অাজ তুমি খোয়াই হতে তিতাসের তীরে,
অাপন সুখের নীড়ে;
অামি অাছি লৌহিত্য তীরে অাজো একাকী,
কিনে ছিলাম খুব পছন্দে-
সেই খোঁপাটি, হতে পারে ফুল দুপাটি।


অাজো হলোনা তোমায় দেয়া,
রয়ে গেল তোমার অগোচরে;
তবু অাজো রেখেছি সযতনে-
জানি, অার কখনো হবে না তোমায় দেয়া,
রয়ে গেল তোমার অগোচরে;
সেই খোঁপাটি, হতে পারে ফুল দুপাটি।


রচনাকাল: ৩ মার্চ/২০১৭