একদিন আমিও চলে যাবো বহুদূরে
হয়তো বা হারিয়ে যাবো কৃষ্ণগহ্বরে,
সেই দিন খুঁজে পাবেনা তো কেউ-
সেদিনও আঁচড়ে পড়বে বরষার ঢেউ!


সবি হবে নিয়ম মাফিক কিছু ব্যতিক্রম
মুক্তি পাবেনা তো কোনদিন আমার হতে;
স্মরণতব্য, স্রোতের বেগ রবে চিরদিন
পাবেনা ক্ষমা যদিও হয় ধরণী বিলীন!


আঘাতে আঘাতে হয়েছি ক্ষত বিক্ষত
বিনাদোষে বার বার হয়েছি যে দোষী,
তোমার আদালতে হয়েছি যে অপরাধী
তবু তোমার হৃদয়ে অনুশোচনা জাগেনি!


তুমি যত দিয়েছো যাতনা তত সয়ে গেছি
ভুলেও সহ্যের বাঁধ কখনো আমি ভাঙেনি,
তবু তোমার শত যন্ত্রণা সয়ে কি পেলাম?
পেয়েছি কেবল শতবদনাম- দোষেরখনি!


দুই চোখে শত সহস্রবার বয়ে বর্ষা-
ক্ষণে ক্ষণে নিরবে সে তো করে খেলা,
সে তো সবার আড়ালে গোপন ব্যথা-
সে ব্যথা রয়ে যায় চিরদিন যায় না বলা!


রচনাকাল : ১৪ মার্চ, ২০২১ খ্রিঃ