তুই আর আমি চল্ হারিয়ে যায়
অভিমান ভুলে দূর বহু দূরে,
তোর প্রেমে সাত সমুদ্র তের নদী
দেবো পাড়ি তোর দু'হাত ধরে।


এ বরষায় ঢেউ তুলে বয়ে চলে নদী
শতাব্দীর পর শতাব্দী যেন নিরবধি,
প্রেম যে পৃথিবীতে আদিম প্রবৃত্তি
সেই তুমি যে আমার স্বপ্নচারিনী।


তোর চোখের চাহনি এখনো চোখে ভাসে
তোর প্রেমের মায়াডোর এখনো কাছে টানে,
যেমনি করে কাছে টেনে নেয় নদী দূর বহু
দূরের সমুদ্রকে নীলজল মোহনার বুকে-
এক আদিম প্রকৃতির শাশ্বত নিয়মে।


রচনাকাল : ৩০ মে, ২০১৯ খ্রিঃ