তোমার সুরের দোলায় যে সুর বাজে
আমার প্রাণের গহীন অন্তঃপুরে,
সে সুর মাতায় তোমায় আমায়
দিবস-রজনী আনন্দ আয়োজনে।


সে সুরের দোলায় প্রাণ যে আমার
দোলে কত ছলে, কতনা আবেগে;
চোখের তারায় ক্ষণে ক্ষণে স্বপ্ন শুধু সাজে,
আবেগ রাঙা রঙে প্রাণের বাঁধনে,
দু'জনার হৃদয়ে স্বপ্ন শুধু বুনে।


সে বাঁধন ছিঁড়ে যেওনা কখনো দূরে-
তুমি বিহীন মেঘ শূন্য আকাশ হতে
সহসা যেন শ্রাবণের বাদলধারা ঝরে;
জানি, তোমার তুলনা শুধু যে তুমি-
তুমি চিরদিনের আমার স্বপ্নচারিনী


রচনাকাল : ২৭ মে, ২০১৯ খ্রিঃ