সহসা তোমার প্রেমে পড়েছি কেমনে সেতো জানিনা
তোমারই প্রেমে যেন ভাদরের নদীতে তরী বাওয়া,
তুমি তো আমায় ছুঁয়ে দিলে নীরবে ফাগুন হাওয়ায়
আমার হৃদয় হারালো যে তোমার হৃদয়ের সীমানায়।


তোমারই প্রেমে মহুয়াবনে দেখি যে প্লাবিত জোছনা
শুক্লপক্ষের জোছনা রাতে নামে যেন আলোকধারা,
সেই আলোকধারায় মন মাতোয়ারা তোমার প্রেমে
দুজনে যেন দুজনাতে সংগোপনে হয়েছি নীরবে হারা;
তোমারই প্রেমে মহুয়াবনে দেখি প্লাবিত আলোকধারা।


মন যে আজ মানে না তোমাকে ছাড়া কিছু বুঝেনা
হৃদয় বাতায়নে দখিনা সমীরণে সবি যেন এলোমেলো,
তোমারই প্রেমে হৃদয় আমার হলো যে কেমনে উদাসীন
প্রতীক্ষার প্রহর যেন ক্ষণে ক্ষণে হয়ে উঠেছে কঠিনতর;
হৃদয় বাতায়নে দখিনা সমীরণে সবি যেন এলোমেলো।


প্রতীক্ষার অবসানে স্বপ্নগুলো সাজিয়ে নেবো যেন দুজনে
শুক্লপক্ষের জোছনা প্লাবিত রাতের কোন এক অপূর্ব মুহুর্তে,
এমনি করে কেটে যাবে যেন সারাজীবনভর প্রেমের বাঁধনে
ভালবাসার সাত রঙে হোক না রঙিন আমাদের পৃথিবী;
তুমি যে আমার যেন সাতজনমের ভালবাসার স্বপ্নচারিনী।


রচনাকাল : ১৬ই মার্চ, ২০১৯ ইং
উৎসর্গ : স্বপ্নচারিনী