তুই যে আছিস আমার চোখের তারায়
মিশে আছিস দেহের রক্তনদীর ধারায়,
তোর হাসিতে ঝরে শুক্লপক্ষের রাতের
ঝলমলে রূপালি আলোক রাশি;
স্বপনে জাগরণে শুধু যে তোর চলাচল-
তুই যে আমার চিরদিনের স্বপ্নচারিনী।


তোর পরশে ফুল ফোটে হৃদয় কাননে
সুবাস ছড়ায় ফুল দখিনা সমীরণে,
তোকে পাই খুব কাছে প্রাণের অনুভবে
প্রতিক্ষণ, প্রতি পলে;
বরষার শ্রাবণধারা যেন লাহর তোলে
হৃদয় কিনারায়, সহসা দু'জনা হারায়
হৃদয়ের তেপান্তরের সীমানায়।


বাঁধ ভাঙা জোয়ারে ভেসেছি তোর হৃদয় নদীর
মহাজলস্রোতে, হারিয়েছি নিজেকে তোর
দু'চোখের গভীর ইশারায়;
আমায় নিয়ে ছুটে তোর হাসির আলোক রাশি,
স্বপনে জাগরণে তুই যে আমার স্বপ্নচারিনী।


রচনাকাল : ৮ই মে, ২০১৯ খ্রিঃ